গোয়ালন্দে কৃষক লীগ সভাপতির মারধরে সম্পাদক আহত
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৭ জুন ২০২৪, ০০:৩৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: শামীম মৃধাকে পিটিয়ে আহত করেছেন সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব ও তার লোকজন। আহত শামীম গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় তিনি বাদি হয়ে সভাপতি হাবিবুর রহমান হাবিব ও মো: লিটন সরদারসহ
অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করছেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
শামীমের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজিসহ নানা ধরনের অসাংগঠনিক কাজের অভিযোগ থাকায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই বহিষ্কারে শামীমের হাত রয়েছে এমন সন্দেহের জেরে তাকে গত রোববার (২৩ জুন) হাবিবুর রহমান হাবিব ও মো: লিটন সরদারসহ অজ্ঞাত আরো ৪-৫ জন সঙ্ঘবদ্ধভাবে গোয়ালন্দ বাজার রেলস্টেশনে রাত সাড়ে ৮টার দিকে তাকে বেধরক মারধর করে।
এ সময় তাকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার পর গলায় থাকা ৪৮ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও জিন্স প্যান্টের পকেটে থাকা ২৫,৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয়।
তবে এ বিষয়ে জানতে চাইলে সভাপতি হাবিবুর রহমান হাবিব সব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, শামীম তার দলীয় পদবি ব্যবহার করে সরকারি ঘর দেয়ার নামে টাকা আদায়, ভিজিডি কার্ড পাইয়ে দেয়াসহ নানা ধরনের প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে থাকে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, কৃষক লীগের শামীম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করা হচ্ছে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা