১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইনের শাসন প্রতিষ্ঠার আগে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে : প্রধান বিচারপতি

-

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনের শাসন পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আগে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল বগুড়া জেলা আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীদের অসুবিধার কথা চিন্তা করে সরকারের অর্থায়নে সুপ্রিম কোর্টের একটি অনন্য ও দৃষ্টান্তস্থাপনকারী উদ্যোগ ন্যায়কুঞ্জ নির্মাণ প্রকল্প। দেশের ৬৪টি জেলায় এই ন্যায়কুঞ্জ স্থাপিত হয়েছে। তিনি বলেন, বগুড়ায় বিচারপ্রার্থীর সংখ্যা অনেক। এ জন্য এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দু’টি শৌচাগার, একটি স্টোর, একটি দুগ্ধদান কেন্দ্র রয়েছে। যেসব বিচারপ্রার্থী বগুড়া জজশিপে আসেন তারা যেন স্বাচ্ছন্দ্যে বসতে পারেন সে জন্যই এ ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা। ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিজ্ঞ সদস্য (জেলা জজ) শারমীন আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান, প্রধান বিচারপতির সফরসঙ্গী রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন আদালতের বিচারকগণ, বগুড়া সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার, বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement