০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কুমিল্লায় সালিসকারীকে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

-

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সালিসকারীকে হত্যার ঘটনায় ছয়জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুন) কুমিল্লার জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন মো: মাছুম (৩৫), তাজুল ইসলাম (৩২), মো: মোস্তফা (২৪), মো: কাইয়ুম (২৫), মো: কাইয়ুম (২৮), মো: তবদুল হোসেন (৪০)। তাদের মধ্যে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন মো: কাইয়ুম ও মো: তবদুল হোসেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মো: নানু মিয়া (৪০), মতিন মিয়া (৪০), সাইদুল ইসলাম (২৪), বাবুল মিয়া (২৫), সফিকুল ইসলাম (৩৫), মো: সফিকুল ইসলাম (২৮), মোসলেম মিয়া (৪৫), মো: হেলাল মিয়া (২৫), বিল্লাল হোসেন (৩০) ও আবদুল আউয়াল (৩০)।
মামলার এজাহার থেকে জানা গেছে, ব্রাহ্মণপাড়া ছোট ধুশিয়া এলাকার ফরিদ মিয়ার সাথে মাছুমের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ ঘটনার হাজী নুরুল হকের নেতৃত্বে কয়েকবার সালিস হয়। সালিসে ফরিদ মিয়ার দখল করা ভিটা বাড়ি মাছুম মিয়াকে ছেড়ে দেয়ার জন্য তিনি রায় দেন। এনিয়ে মাছুমের পক্ষের লোকজন ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি তার ওপর হামলা করেন। এ ঘটনার পর তার ছেলে মো: শরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানায় পিতা হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন।
আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, সালিসকারী নুরুল হক হত্যা মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়। ২০১৬ সালের ৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালীন দুই আসামি মারা যান। দু’জনকে খালাস দিয়েছেন বিচারক। রায়ের সময় ১০ আসামি উপস্থিত ছিলেন। অপর ৬ আসামি পলাতক রয়েছে। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দুইজনকে খালাস দেয়া হয়। তারা হলেন, হিরণ মিয়া ও মনিরুল ইসলাম। বিচারের সময় ফুল মিয়া ও সেলিম নামের দুই আসামির মৃত্যু হলে আদালত মামলা থেকে তাদের অব্যাহতি দেয়।
রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী আবদুল মুমিন ফেরদৌস উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

 


আরো সংবাদ



premium cement