গাবতলীতে বিএনপি নেতা বাবলুর জানাজা সম্পন্ন
- গাবতলী (বগুড়া) সংবাদদাতা
- ২৭ জুন ২০২৪, ০০:৩৮
বগুড়ার গাবতলী মহিষাবান পূর্বপাড়া গ্রামের ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলুর নামাজে জানাজা শেষে তাকে গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাজে জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা। এ দিকে মরহুম মোস্তাফিজুর রহমান বাবলুর মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।