১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কক্সবাজার বিমানবন্দরে নেমেই বিমানের ড্যাশ-৮ এর যান্ত্রিক ত্রুটি

-

ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার বিমানবন্দরে নেমেই যান্ত্রিক ত্রুটির মধ্য পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানাডার তৈরি ড্যাশ-৮ উড়োজাহাজ। পরে ওই এয়ারক্রাফট আনতে ঢাকা থেকে অপর একটি উড়োজাহাজে পাঠানো হয় প্রকৌশলীদের। তারা উড্ডয়ন উপযোগী করে মধ্যরাতে খালি ফ্লাইট নিয়ে ঢাকায় ফেরেন। গত মঙ্গলবার বিকেল থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রী নিয়ে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বিমানের ৭৪ সিটের ড্যাশ-৮ (এসটুএকেই, বিজি৩৪৭) উড়োজাহাজ। পাইলট ফ্লাইট থেকে অবতরণের পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলটের বার্তা পেয়ে ঢাকা থেকে রাত সোয়া ৯টায় (রেসকিউ ফ্লাইট) কক্সবাজারের উদ্দেশ্যে অপর একটি ফ্লাইট ছেড়ে যায়। এই ফ্লাইটে যাত্রীদের সাথে প্রকৌশলীদেরও পাঠানো হয়। প্রকৌশলীরা ড্যাশ-৮ উড্ডয়ন উপযোগী করে দিবাগত রাত দেড়টার দিকে খালি ফ্লাইট নিয়ে ঢাকার শাহজালালে ফিরে আসেন।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (টার্মিনাল) সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা নাম না প্রকাশের শর্তে নয়া দিগন্তকে জানান, কক্সবাজার বিমানবন্দরে টেকনিক্যাল হওয়া ড্যাশ-৮ এর নোজ হুইলে সমস্যা দেখা দিয়েছিল। পরে অন্য ফ্লাইটে প্রকৌশলীরা গিয়ে উড্ডয়ন উপযোগী করে খালি ফ্লাইট নিয়ে শাহজালালে নিয়ে আসেন।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, ঢাকায় আসার পর এয়ারক্রাফট হ্যাঙ্গারে নেয়া হয়।
অপর প্রশ্নের জবাবে তারা বলেন, উড্ডয়ন উপযোগী করে লো লেভেলে পাইলট ফ্লাইট চালাতে পারেন। এর জন্য সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ পারমিশন দিয়ে থাকেন বলে মন্তব্য করেন। পুরো সমস্যা সমাধান করার জন্য এখন এয়ারক্রাফটটি হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement