০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

লুইস কিম্বারের রেকর্ড

-

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের বিপক্ষে গতকাল ১২৭ বলে ২৪৩ রান করেন লেস্টারশায়ারের লুইস কিম্বার। এই স্কোর গড়ার পথে রেকর্ড করেছেন তিনি। সাসেক্সের ওলে রবিনসের এক ওভারে ৪৩ রান তুলে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন কিম্বার। ১৯৮৯-৯০ সালে বার্ট ভান্স কেন্টারবেরির বিপক্ষে এক ওভারে ৭৭ রান দিয়েছিলেন। কিম্বারের ডাবল সেঞ্চুরির ইনিংসে ছিল ২১টি ছক্কা। কাউন্টিতে সর্বোচ্চ ছক্কার এই রেকর্ড গড়তে তিনি ভেঙেছেন ডারহামের বেন স্টোকসের ১৭ ছক্কার রেকর্ড। যা তিনি করেছেন ২০২২ সালে উস্টারশায়ারের বিপক্ষে। কিম্বারের ১০০ বলের ডাবল সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আগের রেকর্ডটি আফগানিস্তানের শফিকুল্লাহ সিনওয়ারীর। তিনি ৮৯ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান কাবুল রিজিওনের হয়ে বুস্ত রিজিওনের বিপক্ষে। আর আট নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান কিম্বারের। অবশ্য এর পরও তার দল হেরেছে ১৮ রানে। ৪৬৪ রান তাড়া করতে পারেনি লেস্টারশায়ার।


আরো সংবাদ



premium cement

সকল