যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষ
- নাটোর প্রতিনিধি
- ২৬ জুন ২০২৪, ০১:৩৭
নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর (৩৫) দুই পায়ের রগ কেটে দিয়েছে দলীয় প্রতিপক্ষরা। গুরুতর জখম অবস্থায় গত সোমবার রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যার পর নাটোর শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় আসেন যুবলীগ নেতা হাসু। এ সময় নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান হিরোর অনুসারী রাব্বির নেতৃত্বে ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাসুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেয়। সাথে সাথে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা