পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলে আল্টিমেটাম ঢাবি শিক্ষকদের
- ঢাবি প্রতিনিধি
- ২৬ জুন ২০২৪, ০১:৩৭
অর্থমন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। একইভাবে আগামী ২৬ এবং ২৭ জুন অর্ধদিবস ও ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতিতে থাকবেন বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ। এ ছাড়া, জারিকৃত পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ও প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষকেরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতির ব্যানারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময়, আগামী ৩০ জুনের মধ্যে দাবি আদায় না হলে সর্বোচ্চ কর্মবিরতির হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা