১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতের সাথে রেল ট্রানজিট চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী : জমিয়তে উলামায়ে ইসলাম

-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ভারতের সাথে রেল ট্রানজিট চুক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ চুক্তি সম্পূর্ণরূপে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী এবং সংবিধানপরিপন্থী। ভারতের আশীর্বাদ ও অন্যায় সমর্থনে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারার বিনিময় স্বরূপ বর্তমান অবৈধ সরকার একের পর এক এ রকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। জনগণ দেশবিরোধী এই চুক্তি মানে না।
গতকাল এক বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ জমিয়ত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার লিপ্সায় সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে একতরফাভাবে ভারতীয় স্বার্থের অনুকূলে অসহায় আত্মসমর্পণ করে যাচ্ছে। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এবং ভারতের বহুমাত্রিক আগ্রাসন বন্ধ সংক্রান্ত কোনো আলোচনা না করে উল্টো রেল করিডোর দিয়ে দেয়াসহ ১০টি সমঝোতা চুক্তি ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement