১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাগনভূঞা ও বকশীগঞ্জে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

-

ফেনীর দাগনভূঞায় অজ্ঞাত একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ জামালপুরের বকশীগঞ্জে আরেক অজ্ঞাত ব্যক্তির লাশ করা হয়েছে।
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমূল্যাপুর গ্রাম থেকে গতকাল সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করেছে দাগনভূঞা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় জানা যায়নি। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ওসি(তদন্ত) রাসেল মিয়া নয়া দিগন্তকে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে শিকলবন্দী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, রাস্তার পাশ থেকে শিকল পড়া অবস্থায় অজ্ঞাতনামা (৫০) ব্যক্তির ওই লাশ পড়েছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গতকাল সকালে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের বাট্টাজোর এলাকায় রাস্তা পাশে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মো: রাহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো আঘাত বা মারপিটের চিহ্ন পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! প্রতিদিন সকালে মোরগ কেন ডাকে?

সকল