০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গৃহকর্মী শোষণে ব্রিটেনের শীর্ষ ধনী পরিবারের কারাদণ্ড

-

ভারতীয় গৃহকর্মীদের শোষণের দায়ে ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজার চার সদস্য দোষী সাব্যস্ত হয়েছেন। অবৈধ কর্মসংস্থানের দায়ে তাদের বিরুদ্ধে রায় দিয়েছেন এক সুইস বিচারক। কৌঁসুলিরা বলছেন, আসামিরা গৃহকর্মীদের সাথে অমানবিক আচরণ করেছেন। পারিবারিক প্রাসাদ জেনিভা ভিলায় কাজ করাতে তাদেরকে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। আদালত রায়ে হিন্দুজাদের স্বার্থপর বলে বর্ণনা করে। এনডিটিভি ।

রায়ে প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রী কমল হিন্দুজাকে সাড়ে চার বছরের কারাদণ্ড এবং তাদের ছেলে অজয় ও তার স্ত্রী নম্রতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ থেকে তাদের খালাস দিয়েছেন বিচারক। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিন্দুজা পরিবার। হিন্দুজাদের সম্পদের পরিমাণ প্রায় ৪৭০০ কোটি ডলার। তারা ৩৮টির মতো দেশে তেল-গ্যাস থেকে শুরু করে ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করে আসছে।
শুনানিতে সরকারি কৌঁসুলিরা বলেছেন, দিনে ১৮ ঘণ্টা কাজ করার জন্য হিন্দুজারা তাদের কর্মীদের মাত্র ৮ ডলার (৬৬০ টাকা) দিতেন, যা সুইস আইনে বাধ্যতামূলক মজুরির দশমাংশেরও কম। কৌঁসুলিরা এ-ও বলেন, পরিবারটি তাদের কর্মীদের পাসপোর্টও আটকে রাখার পাশাপাশি তাদেরকে প্রাসাদের বাইরে যাওয়ার খুব কম অনুমতি দিত। শুনানিতে সরকারি আইনজীবীরা অভিযোগ করেন, ওই পরিবার গৃহকর্মীদের চেয়ে তাদের কুকুরের পেছনে বেশি ব্যয় করে।

সুইস প্রসিকিউটর ইয়েভেস বার্তোসা জানিয়েছেন, হিন্দুজারা প্রতি বছর কুকুরের পেছনে ৮,৫৮৪ সুইস ফ্রাঁ খরচ করলেও কিছু কর্মীকে তারা দিনে ৭ ফ্রাঁয় ১৮ ঘণ্টা, সপ্তাহে সাত দিন কাজ করান। তবে আসামিরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাদের কর্মীরা চাইলেই বাইরে যেতে পারেন এবং যথেষ্ট সুবিধা পান। তারা নির্দ্বিধায় ভিলা ছেড়ে যেতে পারেন এবং পর্যাপ্ত সুবিধাও পেতে পারেন। হিন্দুজাদের তরফে বলা হয়, উন্নত জীবন দেয়ার জন্য কর্মীরা তাদের কাছে ‘কৃতজ্ঞ’।
রায়ের পর হিন্দুজাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই রায়ে মর্মাহত হয়েছেন এবং এর বিরুদ্ধে আপিল করেছেন। হিন্দুজারা এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ করা তিন কর্মচারীর সাথে আদালতের বাইরে একটি সমঝোতায় পৌঁছে ছিল, তবে অভিযোগের গুরুত্ব বিবেচনায় প্রসিকিউশন মামলা চালিয়ে নেয়।


আরো সংবাদ



premium cement
কেন কিছু মানুষ ভূমিকম্প টের পায় না সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ

সকল