১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিলিপিনো সৈন্যদের ওপর চীনা সৈন্যদের হামলার অভিযোগ

-


বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনীর সদস্যদের ওপর চীনের কোস্টগার্ডের সেনারা ছুরি, চাপাতি, হাতুড়ি ও কুড়াল দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। চীনের সৈন্যরা আটটি মোটরবোটে করে এসে ফিলিপাইনের দু’টি বোটে হামলা চালায়। এই সময় কুড়াল ও চাপাতি দিয়ে ফিলিপিনোদের বোট ক্ষতিগ্রস্ত করে তারা। এপি
ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনারা দু’টি বোটে করে ‘দ্বিতীয় থমাস প্রাচীর’-এ যাচ্ছিলেন। ওই প্রাচীরটিতে যেসব নৌসেনা আছেন তাদের জন্য খাবার, অস্ত্র ও অন্যান্য জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই বোটে থাকা নৌসেনারা হামলার শিকার হন। প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও নৌকা দিয়ে ধাক্কাধাক্কি হয়। এরপর চীনের কোস্টগার্ডের সেনারা ফিলিপিনোদের বোটে উঠে পড়েন। ওই সময় তারা বাক্সে থাকা এম৪ রাইফেল, নৌচালনার সরঞ্জাম ও অন্যান্য জিনিস ছিনিয়ে নেন।

দু’জন নিরাপত্তা কর্মকর্তা এপিকে জানিয়েছেন, চীনের সেনারা ফিলিপাইনের নৌবাহিনীর সদস্যদের ওপরও হামলা চালিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন। হামলায় একজনের বুড়ো আঙুল কাটা পড়েছেও বলে জানিয়েছেন তারা। ফিলিপাইনের সেনাবাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের সেনারা ছুরি দিয়ে ফিলিপিনোদের ভয় দেখাচ্ছেন। ওই সময় তাদের দু’টি বোট ঘিরে রাখা হয়। চিল্লাচিল্লির একপর্যায়ে চীনের এক সেনা লাঠি দিয়ে ফিলিপাইনের বোটে আঘাত করেন। ওই সময় লাঠি দিয়ে একটি ব্যাগও নিয়ে নেয় তারা।
ফিলিপাইনের সশস্ত্রবাহিনীর প্রধান জেনারেল রোমিও ব্রাওনার জুনিয়র চীনের সেনাদের এই আচরণকে ‘দস্যুতা’ হিসেবে অভিহিত করেছেন। চীনারা যেসব অস্ত্র ও অন্যান্য জিনিস ছিনিয়ে নিয়েছে সেগুলো ফেরত দেয়ার দাবি জানিয়েছেন তিনি। চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে- যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে প্রবেশ না করতে ফিলিপাইনের নৌবাহিনীকে সতর্ক করা হয়েছিল; কিন্তু সতর্কতা উপেক্ষা করে তারা সেখানে আসায় এই মারামারির ঘটনা ঘটেছে।

 


আরো সংবাদ



premium cement
গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন চিকিৎসা সুবিধায় ব্লকেড অতঃপর সমাচার সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬

সকল