রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা
- রাজশাহী ব্যুরো
- ২১ জুন ২০২৪, ০২:৩৪
রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ৯ মাস পর গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত বছরের (২০২৩ সাল) ২৬ সেপ্টেম্বর মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত মহানগর রাজশাহী যুবলীগের ১৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে- আগের কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনিরকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আগের কমিটির আরেক যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে।
আর ১৯ সদস্যবিশিষ্ট রাজশাহী জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে- মাহমুদ হাসান ফয়সল সজলকে। তিনি আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। একই কমিটির যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতকে করা হয়েছে সাধারণ সম্পাদক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা