ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০২:৩৪
ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাই কাঁচা রাজাপুর গ্রামের তহিরন নেছা (৬৫) নামে এক নারী সাপের দংশনে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সারা দেশের মধ্যে কয়েকটি জেলায় অতি বিষধর সাপ রাসেল্স ভাইপারের বিস্তার ছড়িয়ে পড়েছে। এসব জেলার মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগজ্ঞের জেলা রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার ভোরে আমতা ইউনিয়নের আগজেঠাইল কাঁচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছাকে বাড়ির পাশ থেকে সাপে দংশনে করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। রাস্তায় তার মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা