গাজীপুরে বিএনপি নেতা হাসান আজমলের মুক্তি
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৩ জুন ২০২৪, ০১:৪২
দীর্ঘ পাঁচ মাস পঁচিশ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন গাজীপুর মহানগর সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও গাসিক ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া। তিনি টানা পাঁচবার ওই ওয়ার্ডে জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য জানিয়ে গাসিকের গত নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ানোর পরও বিপুল ভোটে বিজয়ী হন।
রেলে নাশকতার মামলায় গত বছর ১৫ ডিসেম্বর গ্রেফতার হন হাসান আজমল। কারামুক্তির পর হাসান আজমল ভূঁইয়া বলেন, ‘মহান আল্লাহ যেমন চির সত্য তেমনি আমার বাড়িতে নাশকতার কোনো মিটিং হয়নি এটিও তেমন সত্য’। পুলিশ তার বাড়ির সিসি ক্যামেরা জব্দ ও আসামিদের (নেতাকর্মীদের) কললিস্ট সংগ্রহসহ কোনো তদন্তেই কথিত মিটিংয়ের কোনো প্রমাণ পাবে না বলেও তার দাবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা