১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

-

রাজধানীর পুরানা পল্টন এলাকায় ১৫তলা ভবন ফাইন্যান্স টাওয়ারের ৫ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনার আগেই ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় সাহিদা চৌধুরী নামে এক নারী অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পুরানা পল্টনের কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ারের পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে সাহিদা চৌধুরী (৭০) নামে এক বৃদ্ধাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অসুস্থ সাহিদার ছেলের বন্ধু রাসেল হাসপাতালে বলেন, ফাইন্যান্স টাওয়ারের পঞ্চম তলার একটি গোডাউনে আগুন লাগে। এতে ষষ্ঠ তলায় থাকা সাহিদা চৌধুরী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।


আরো সংবাদ



premium cement