পাকিস্তানী বোলারদের সামনে কোণঠাসা কানাডা
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ জুন ২০২৪, ০২:০০
টি-২০ বিশ্বকাপের চলমান আসরে প্রথম দুই ম্যাচ হেরেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে সুপার ওভারে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরেছে ভারতের। সুপার এইটে উঠা অনেকটা শঙ্কায় বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের। যতটুকু আশা রয়েছে, টিকে থাকার লড়াইয়ে কানাডার মুখোমুখি হয়েছে পাকিস্তান। অন্য দিকে আইসিসির সহযোগী দেশ কানাডা প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের কাছে হারলেও পরের ম্যাচে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে।
নিউ ইয়র্কে আজ টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালোই করে সহযোগী দেশটির দুই ওপেনার। শাহিন আফ্রিদির প্রথম ওভারেই তুলে নেয় ১১ রান। দ্বিতীয় ওভারে নাসির শাহর বলে ৫ রান। তৃতীয় ওভারে এসে পাকিস্তানকে প্রথম সফলতা এনে দেন মোহাম্মদ আমির। দুর্দান্ত বোলিংয়ে ৪ রান করা নবনীত ধালিওয়ালকে সরাসরি বোল্ট করে তিনি। সেই শুরু। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে এবার শাহিন আফ্রিদি ফেরালেন পরগট সিংকে। এরপর রান আউটের শিকার হন নিকোলাস কির্টন। সপ্তম ওভারের শেষ বলে ৪৩ রানে তৃতীয় উইকেটের পতন কানাডার।
ইনিংসের ১০ম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কানাডার দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখান হারিস রউফ। প্রথমে ২ রান করা শ্রেয়াস মভভা তালুবন্দি হন রিজওয়ানের। পঞ্চম বলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন রবিন্দরপাল সিং। দলের এ করুণ অবস্থায়ও এক প্রান্তে অবিচল ছিলেন ওপেনার অ্যারন জনসন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৫ রানে অপরাজিত আছেন তিনি। অপর প্রান্তে ২ রান নিয়ে ব্যাট করছেন দলীয় অধিনায়ক সাদ বিন জাফর। ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ কানাডার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা