০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সুন্দরবনে ১৩২ কেজি হরিণের গোশত ফেলে শিকারিদের পলায়ন

-

সুন্দরবনের গহিন থেকে ১৩২ কেজি হরিণের গোশত উদ্ধার করেছে বনবিভাগ। গত সোমবার গভীর রাতে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে গোশত উদ্ধার হয়। শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হলেও ১টি নৌকা জব্দ করেছে বনবিভাগ।
শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযান চালানো হয়। চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের গোশতসহ নৌকা জব্দ করা হয়েছে। টর্চের আলোয় ২ জন শিকারিকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখা যায়। কিন্তু তাদের আটক করা সম্ভব হয়নি।

 


আরো সংবাদ



premium cement