১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গুনিয়ায় স্রোতে ভেসে যাওয়া নাতির লাশ উদ্ধার নানী নিখোঁজ

-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্রোতে ভেসে যাওয়া নাতি মোহাম্মদ ইসমাইল (১০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে দক্ষিণ খন্ডলিয়াপাড়া ইছামতী নদীতে শিশুর লাশ ভেসে উঠে। নানী রোকেয়া বেগম (৪৫) নিখোঁজ রয়েছে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ঠান্ডাছড়ি শিয়ালবুক্কা গ্রামের বাসিন্দা রোকেয়া নাতি ইসমাইলকে নিয়ে গত সোমবার দুপুরে খামারবাড়ি যাওয়ার পথে শিয়ালবুক্ক খাল পার হওয়ার সময় পানির তীব্র স্রোতে ভেসে যায়। ঘটনার দিন দুপুরে ভারী বৃষ্টিপাত হয়। আকম্মিক পাহাড়ি ঢলে নানী-নাতি ভেসে যায়। নিখোঁজদের সন্ধানে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও ডুবুরির দল শিয়ালবুক্ক খালে অনুসন্ধান চালায়। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়াপাড়া ইছামতী নদী থেকে নিখোঁজ ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।

 


আরো সংবাদ



premium cement