১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষার ফল প্রকাশ : বেড়েছে জিপিএ ৫

-

এবারো এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফলে দেখা যায় ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২৭ শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩৪৪ শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে দুই হাজার ৭২৩ শিক্ষার্থীর।
এ বছর ঢাকা বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থী। তারা এক লাখ ৭৯ হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছিল।
চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১০২ জন
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৪ সালে এসএসসি পরীার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে দুই হাজার ৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ফেল থেকে পাস করেছে ১০২ জন এবং যার মধ্যে একজন জিপিএ ৫ পেয়েছে। বোর্ড সুত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী আবেদন করে। আবেদন করা শিক্ষার্থীদের ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জন শিক্ষার্থীর।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণে মোট নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পরিবর্তন হয়নি এমন পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ১৮৯ জন। আবার গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থী ৮৭১ জন। জিপিএ ও সিজিপিএ দুটোই বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬।
বরিশালে ১৬২ জনের ফলাফল পরিবর্তন
বরিশাল ব্যুরো জানায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১৬২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। তিনি বলেন, পুনঃনিরীক্ষায় নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২৫ শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ৩ শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ১৬২ জন শিক্ষার্থীর। এ বছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৭ হাজার ৫৯৩ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ২২ হাজার ৬৬৩ খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিল।
কুমিল্লা বোর্ডে ৭৭ শিক্ষার্থী পেল জিপিএ ৫
কুমিল্লা প্রতিনিধি জানায়, কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষায় ৭৮১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশিত হয়। উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন।এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ ৫ পেয়েছেন। অন্য দিকে ফেল থেকে পাস করেন ২০৪ জন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।


আরো সংবাদ



premium cement