স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের
- নিজস্ব প্রতিবেদক
- ১২ জুন ২০২৪, ০০:৫৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৪ ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা ফিরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ৯ মার্চ দেশে ফেরেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা