১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন আলকারাজ

-

প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় সেটে হার আলেকজান্ডার জাভেরেভের কাছে। তখন হয়তো অনেকেই ধরে নিয়েছিলেন প্রথম বারের মতো ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিততে যাচ্ছেন জার্মানির টেনিস তারকাটি। কিন্তু চতুর্থ সেটে কার্লোস আলকারাজের ঘুরে দাঁড়ানো দুর্দান্ত জয়ই ইঙ্গিত দিচ্ছিল ফাইনাল ম্যাচটি হবে এই স্প্যানিশ টেনিস সেনসেশনের। শেষ পর্যন্ত সেটিই হলো। পঞ্চম সেটে ৬-২ গেমে জিতে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করলেন। ২১ বছরের আলকারাজের এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে তিনি উইম্বল্ডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন। কাল রোলা গাঁরোতে চার ঘণ্টার ম্যারাথন ফাইনাল শেষে আলকারাজ ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১ ও ৬-২ এ ফাইনাল জেতেন জাভেরেভের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement