পতেঙ্গায় ছুরিকাঘাতে যুবক খুন
- চট্টগ্রাম ব্যুরো
- ১০ জুন ২০২৪, ০০:০০
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে কথা কাটাকাটির জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। রোববার ভোর ৪টার দিকে দুই কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ মনিরুজ্জামান রাফি (২৬)। তার বাড়ি চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায়।
সৈকত এলাকার স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। এর ঘণ্টাখানেক পর এক পরে কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎ পেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে মো: মনিরুজ্জামান রাফির মৃত্যু হয়। একই ঘটনায় রাইসান (২৭) নামের আরেকজন আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা