মিয়ানমারে ফেরত গেলেন আরো ১৩৪ বিজিপি ও সেনা সদস্য ফেরত এসেছে ৪৫ বাংলাদেশী
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ০০:০০
মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘর্ষের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া আরো ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সেনা সদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিনিময়ে মিয়ানমারে দীর্ঘ কারাভোগ করা ৪৫ বাংলাদেশী ফেরত দিয়েছে মিয়ানমার। রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর জেটিঘাট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। এদিন ভোর থেকেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট এলাকা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং গোয়েন্দা বাহিনীসহ নিরাপত্তা চাদরে ঢেকে রাখা ছিল। পরে সকাল ১০টার দিকে দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরে আসে ৪৫ বাংলাদেশী।
মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশী জাহাজ কর্ণফুলী টাগ-১ যোগে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারের কারাভোগ করা বাংলাদেশীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে দুই দফায় ২৫ এপ্রিল ও ১৫ ফেব্রুয়ারি ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়। একই সাথে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরত আনা হয়েছে আরো ১৭৩ বাংলাদেশীকে। এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরে ছিলেন ১৭৩ জন বাংলাদেশী। এরই সাথে ওই দিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।
তারও আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা