পঞ্চগড়ে কয়েক হাজার মানুষকে হয়রানি করা হচ্ছে
- ০৯ জুন ২০২৪, ০০:৫১
তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, গত বছর পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নবীপ্রেমিক জনতার বিরুদ্ধে কাদিয়ানী সম্প্রদায় দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট ৩৭টি মামলায় স্থানীয় আলেম উলামা ও তৌহিদী জনতার প্রায় ২৫০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েক হাজার মানুষকে অজ্ঞাত আসামি করে হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি মামলার চার্জশিটও দাখিল করা হয়ে গেছে। এসব মামলায় অনেকে গ্রেফতার হয়ে কারাবন্দী হয়ে আছেন। অনেকের নামে ওয়ারেন্ট জারি হয়েছে। এ সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে এবং এসব মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
গতকাল আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, তাহাফফুজে খতমে নবুওয়ত ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। কারী আব্দুল্লাহ নোমান ও মাওলানা সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তৃতা করেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা শিব্বির আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা সুলতান আহমদ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা সহসভাপতি মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, মাওলানা আবদুল্লাহ, মাওলানা জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা