গতানুগতিক ও লুটপাটের বাজেট : বাংলাদেশ খেলাফত মজলিস
- ০৯ জুন ২০২৪, ০০:৫১
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার ফলে দেশে চুরি ডাকাতি বেড়ে যাবে ও দুর্নীতি প্রশ্রয় পাবে। র্ধ্বমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বেকারত্ব দূরীকরণে ঘোষিত বাজেটে কোনো সমাধান নাই। এ বাজেট গতানুগতিক ও লুটপাটের।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ প্রমুখ। বৈঠকে আগামী ২৭ জুন ঢাকায় জাতীয় উলামা সম্মেলন করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা