ধর্মীয় শিক্ষাব্যবস্থা প্রণয়নে জোরালো ভূমিকা রাখতে হবে : অধ্যাপক এবিএম ফজলুল করীম
- ০৯ জুন ২০২৪, ০০:৫১
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিণ জেলার উদ্যোগে গত শুক্রবার শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাআশিফের ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মো: কবিরুজ্জামানের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি প্রফেসর জামাল হোসেনের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, সেক্যুলার শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে ধর্মীয় শিক্ষাব্যবস্থা প্রণয়নে শিক্ষক ফেডারেশনকে জোরালো ভূমিকা রাখতে হবে। শিক্ষকতা একটি মহান পেশা। একটি জাতিকে পরিবর্তনের মধ্য দিয়ে দেশের পরিবর্তন ঘটাতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা চাইলে একটি ধ্বংসপ্রায় জাতিকে আদর্শ ও নৈতিকতার মানে উন্নত করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ব্যাপক পরিবর্তন সাধন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য শিক্ষকরা নিজেরাই এখন জাতিকে ধ্বংসের কাজ করে যাচ্ছেন। আদর্শ ও নৈতিকতা বিবর্জিত শিক্ষক দ্বারা শিক্ষা দেয়া হচ্ছে নতুন প্রজন্মকে। যার ফলে নতুন এ প্রজন্ম হচ্ছে উচ্ছৃঙ্খল, বেপরোয়া, আদর্শ ও নৈতিকতাহীন। আর অবশ্যম্ভাবী ধ্বংস হওয়া শিক্ষক এবং নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা