সরকারের ব্যর্থতায় বন্যার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে : অ্যাডভোকেট জুবায়ের
- ০৬ জুন ২০২৪, ০০:০০
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ডামি সরকারের নিষ্ক্রিয়তায় নগরীর পানিবন্দী মানুষের দুঃখ-দুর্দশা বহুগুণ বেড়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে আকস্মিক বন্যায় নগরের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। চলমান বন্যায় নগরীর হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ত্রাণ নিয়ে তৎপর হলেও সরকারি সাহায্য চোখে পড়ছে না। জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। শত জুলুম ও নিপীড়ন সত্ত্বেও জামায়াত তার কাক্সিক্ষত লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। বন্যার এই ক্ষতি বেশিদিন থাকবে না; কিন্তু এর রেশ দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে বন্যার্তদের। তাই বিপদের সময়ে একে অপরের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি গতকাল সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের লালাদীঘিরপাড় এলাকায় বন্যার্তদের মধ্যে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কোতোয়ালি পশ্চিম থানা সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা ইফতেখার আহমদ ও আব্দুল আলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা