ড. রফিকুর রহমানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন
- ০৫ জুন ২০২৪, ০১:০৪
সুপ্রিম কোর্টের সবুজ চত্বরে গতকাল বাদ জোহর সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ড. রফিকুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, বারের নির্বাচিত কর্মকর্তা, বিপুল সংখ্যক আইনজীবী ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ৩ জুন ঢাকার উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি সাবেক বিচারপতি ছিলেন। গুরুত্বপূর্ণ আইন গ্রন্থের প্রণেতা এ কিংবদন্তি আইনজীবী ঢাবির আইন বিভাগের শিক্ষক ছিলেন। তিনি জুডিশিয়াল সার্ভিস কমিশনেও অধ্যাপনা করেছেন। তাকে আইন জগতের দিকপাল হিসেবে আখ্যায়িত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আবেদ রাজা সমবেদনা জানান। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি