কিশোরগঞ্জে দিনদুপুরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ও ঈদ বোনাস ছিনতাই
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০৫ জুন ২০২৪, ০১:০৩
কিশোরগঞ্জে দিনদুপুরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ও ঈদ বোনাসের ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পুরন থানা রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদ মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের মেয়ে ভুক্তভোগী নিলুফা আক্তার রীনা (৫২) কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ মে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা শেখ ওমর ফারুকের মেয়ে মোছা: নিলুফা আক্তার রীনা বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোড আওয়ামী অফিসের সামনে অগ্রণী ব্যাংক থেকে তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও ঈদ বোনাসসহ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি রেলক্রসিংয়ের একটু সামনে পৌঁছলে দু-তিনজন লোক রিকশার পিছন দিয়ে এসে তার ভেনিটি ব্যাগ টান দিয়া ছিনিয়ে নেয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা