বেনজীরের দুর্নীতি কাণ্ডে ১৪ দল বিব্রত নয় : আমু
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জুন ২০২৪, ০১:০১
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির ঘটনায় ১৪ দল বিব্রত নয় বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, আমরা বিব্রত না। কারণ মানুষের জীবনে অনেক কিছু ঘটে, দেশের মধ্যে অনেক কিছু ঘটে। ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতি করে ধরা পড়লে, তার জন্য আমাদের বিব্রত হওয়ার কারণ নেই। যারা দোষী, তারা ধরা পড়বে, শাস্তি পাবে। তার জন্য আমরা বিব্রত হবো কেন?
গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অপর এক প্রশ্নে আমু বলেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের দুর্নীতির বিরুদ্ধে সরকার তৎপর। এ ব্যাপারে আমাদের বক্তব্যের প্রয়োজন আছে বলে মনে করি না। এটা রাজনৈতিক ব্যাপার না। দুর্নীতির অভিযোগ সরকার গঠন করবে, সরকার প্রমাণ করবে। প্রমাণ থাকলে শাস্তি হবে। জোটগতভাবে আমাদের কোনো মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না।
এ সময় জোটের অভিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বৈঠক আলোচনা হয়েছে- উল্লেখ করে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ১৪ দল সাম্প্রদায়িক শক্তি ও আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক জোট। এটা কোনো চাওয়া-পাওয়ার জোট নয়। সেই আদর্শের জোট হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আজকে দেশী-বিদেশী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল আছে, থাকবে। কারণ, আমরা মনে করি, আদর্শিক সংঘাতের শক্তিরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, সেটা মোকাবিলা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবসময় ১৪ দল অবস্থান নিয়েছে। এবারো যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এই দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের যে অর্জন রয়েছে, তা ক্ষুণœ হবে। সেটা বেনজীর হোক আর আজিজ হোক।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।