লোহাগড়ায় বৃদ্ধাকে মারধর, বাড়ি ভাঙচুর গ্রামজুড়ে আতঙ্ক
- লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
- ০৫ জুন ২০২৪, ০১:০০
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম ফের অশান্ত হয়ে পড়েছে। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিবদমান দু’টি পক্ষ একে-অপরের মুখোমুখি হয়ে পড়েছে। চলছে দেশীয় অস্ত্রের মহড়া। এর জের ধরে গত রোববার বিকেলে প্রতিপক্ষের হাতে ৮০ বছর বয়সী বৃদ্ধা রিবা বেগম মারধরের শিকার হয়েছেন।
ভুক্তভোগী রিবা বেগম বলেন, ‘বিগত ২০১৩ সালে আমার ছেলে মনিরুলকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই খুনের ঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীরা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। কিন্তু মামলা না তোলায় সাবেক মেম্বর কামরুলের নেতৃত্বে ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে বেধড়ক মারপিট করে এবং বাড়িঘর ভাঙচুরসহ ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, সন্ত্রাসীরা বলে যায়, মামলা না তুলে নিলে তোর ছেলেকে খুন করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা