১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেহেরপুরের গাংনীতে বিদেশী পাখি জব্দ : গাড়িচালককে জরিমানা

-

মেহেরপুরে গাংনীতে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৮টি আফ্রিকান ওপেন বিল পাখি উদ্ধার করেছে সিপিসি-৩ র‌্যাব ১২ এর সদস্যরা। রোববার রাত সাড়ে দশটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। গাড়িচালক আশরাফ আলী বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
পাখি বহন করার অনুমোদনের কাগজপত্র না থাকায় চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৩৯ ধারা লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসটি হামীম হায়দার বলেন, আফ্রিকান ওপেন বিল পাখিগুলো সোমবার বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে। পাখিগুলোর আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লক্ষ টাকা।

 


আরো সংবাদ



premium cement