হাসপাতালে চিকিৎসাধীন বাউফলের দুই সহোদরের শয্যাপাশে ড. মাসুদ
- ০৪ জুন ২০২৪, ০১:৪৫
ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন পটুয়াখালীর বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের দুই সহোদর মো: বাদল দেওয়ান (১৮) ও মো: জাফর দেওয়ানকে (২৮) দেখতে ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে গতকাল হাসপাতালে যান জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম।
ড. শফিকুল ইসলাম মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যাওয়া দুই ভাইয়ের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা