দুর্নীতি যেন সমাজব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে : জিএম কাদের
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ০০:০০
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অনিয়ম ও দুর্নীতি যেন সমাজব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশ প্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন। সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায় অবিচার হচ্ছে। ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবসে আশ্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একশ্রেণীর মানুষ আইনের ঊর্ধ্বে থাকে। তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আইনের ঊর্ধ্বে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক।
জিএম কাদের বলেন, এমপি আনোয়ার আজীম আনার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। তবে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি। হয়তো একটা ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, এমপি আনারকে জড়িয়ে সংবাদমাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। ওনার মতো একজন উচ্চপর্যায়ের ও দায়িত্বশীল ব্যক্তি যদি নৈতিক স্খলনের সাথে সত্যিই জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোনো ব্যক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না।
লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আশ্রম সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহসভাপতি আজিজুর রহমান বাদল, বারদি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার প্রমুখ।