জিপিএ ৫ পেয়েও কলেজে ভর্তি হওয়া হলো না সাকিবের
- বগুড়া অফিস
- ০৩ জুন ২০২৪, ০০:০০
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল নাজমুস সাকিব ওরফে লাজিম। তার প্রাপ্ত নম্বর ১২৪৬। সাকিব ও বাবা- মার অনেক আশা ছিল ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হয়ে সবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেল লাজিম। তার মৃত্যুতে পরিবার সহপাঠী ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়া জিলা স্কুল ও লাজিমের পরিবার সূত্রে জানা গেছে, বগুড়া শহরের ঠনঠনিয়া ব্যাংক পাড়ার বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম ও গৃহিণী লাবনী আক্তারের প্রথম সন্তান নাজমুস সাকিব ওরফে লাজিম। সে গত ১২ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার আগেই সে শহরের বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করে। সেই সাথে ভালো কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। এমন অবস্থায় কয়েক দিন আগে সে পদ্ম (বসন্ত) রোগে আক্রান্ত হয়। তাকে ডাক্তার দেখানোর পর শহরের শামসুন্নাহার কিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে সে মারা যায়। এর আগে সে জন্ডিসে আক্রান্ত হওয়ায় তার ফুসফুস অকেজো হয়েছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তার নামাজে জানাজা গতকাল রোববার বাদ জোহর শহরের ঠনঠনিয়া নূরুন আলা নূর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। তার শিক্ষক, সহপাঠীসহ মুসল্লিরা অংশ নেন। তার মৃত্যুতে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফীসহ শিক্ষকমণ্ডলী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।