ইমামদের ভাতার আওতায় নেয়া হবে : ধর্ম সচিব
- সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ০০:০০
ধর্মসচিব আ: হামিদ জমাদ্দার বলেন, ইসলামী সংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে মসজিদের ইমামদের ভাতার আওতায় নেয়ার জন্য কাজ করছে সরকার।
রোববার উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ‘সন্ত্রাস-জঙ্গীবাদ’ নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখদের সাথে এক আলোচনা সভায় এসব কথা বলেন সচিব আ: হামিদ জমাদ্দার।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সচিব মুহাম্মাদ আ: হামিদ জমাদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা: বশিরুল আলম, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদীসহ অনেকেই।