০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে ইজারা বিজ্ঞপ্তির আগেই কলেজ মাঠে আ’লীগ নেতাদের কোরবানি পশুর হাট

-


নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজ মাঠে প্রশাসনের ইজারা বিজ্ঞপ্তির আগেই অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর প্রস্তুতি শেষ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি সিন্ডিকেট। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শতাধিক আ’লীগ নেতা সিন্ডিকেট করে কলেজ মাঠে এ হাট বসানোর কাজ শেষ করেছেন। উপজেলা প্রশাসন হাটের শিডিউল বিক্রি কিংবা ইজারাদার নির্ধারণ না করলেও ইতোমধ্যে সোনারগাঁও সরকারি কলেজের অনার্স শাখার মাঠে বাঁশের খুঁটি পুঁতে হাটের প্রস্তুতি শেষ করেছে সিন্ডিকেট।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে প্রতি বছর ১৭টি অস্থায়ী পশুর হাটের শিডিউল বিক্রির মাধ্যমে ইজারা দিয়ে থাকে উপজেলা প্রশাসন। সরকারি বিধিমালা অনুযায়ী ঈদুল আজহার এক সপ্তাহ আগে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে অস্থায়ী কোরবানি পশুর হাটের ইজারা দিয়ে থাকে। এ বছর উপজেলা প্রশাসন এখন পর্যন্ত অস্থায়ী পশুর হাট বসানোর কোনো অনুমতি কাউকে দেয়নি। অনুমতি দেয়া না হলেও সোনারগাঁও সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি সিন্ডিকেট বাঁশ পুঁতে প্যান্ডেল করে হাটের প্রাথমিক কাজ শেষ করেছেন।
সরেজমিন সোনারগাঁও সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, কোরবানি পশুর হাট বসাতে ইজারা ছাড়াই প্রস্তুতি শেষ করেছে মোগরাপাড়া এলাকার স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল। উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি কলেজ মাঠে হাট বসানোর বিভিন্ন উপকরণ দিয়ে বাঁশের খুঁটি পুঁতে সারিবদ্ধভাবে প্রস্তুত করা হয়েছে গরু-ছাগল বাঁধার স্থান। রোদ-বৃষ্টিতে পশুর নিরাপত্তা দেয়ার জন্য বাঁশের খুঁটির উপরে মজবুত প্যান্ডেল করা হয়।

হাট প্রস্তুত করার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, দৈনিক মজুরিতে মাঠে কাজ করছি। হাট কর্তৃপক্ষ কলেজ মাঠে আমাদের বাঁশ পুঁতে খুঁটি দিয়ে হাট প্রস্তুত করতে বলেছে। তবে প্রশাসনের অনুমতি নিয়েছেন কি না সেটি আমরা জানি না।
স্থানীয়রা জানায়, কোরবানি পশুর হাট বসানোর সময় সোনারগাঁও সরকারি কলেজ বন্ধ রাখা হয়। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘœ হয়। হাটের সময় শেষ হলে কোরবানির পশুর বর্জ্যে পরিবেশও দূষিত হয়। ওই সময় দুর্গন্ধে কলেজের আশপাশের সড়কে মানুষজন চলাচল করতে পারেন না।
স্থানীয়দের অভিযোগ, মোগরাপাড়া ইউনিয়নের শতাধিক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এ হাট বসিয়ে থাকেন। তাদের মধ্য থেকে নামমাত্র মূল্যে দু-তিনজন ইজারায় অংশ নেন। এ হাটের ইজারায় অন্য কাউকে অংশ নিতে দেয়া হয় না। ভয়-ভীতি দেখিয়ে অন্যদের সরিয়ে রাখা হয়।
সোনারগাঁও সরকারি কলেজ মাঠে পশুর হাটের সিন্ডিকেটের প্রধান সাইফুল ইসলাম বাবু জানান, এখন পর্যন্ত হাটের ইজারা হয়নি। ইজারা বিজ্ঞপ্তি দিলে হাটের ইজারায় অংশ নিবো। তবে তিনিই ইজারা পাবেন বলে নিশ্চিত করেন।
সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পশুর হাট বসানোর অনুমতি থাকে না। প্রশাসন কিভাবে অনুমতি দেয় আমার জানা নেই। তবে প্রতিষ্ঠান থেকে হাট চলাকালীন সময়ে বিদ্যুৎ ব্যবহার করে। বিদ্যুৎ ব্যবহারের টাকা ও মাঠ নষ্ট হলে মেরামত করে দেয়া হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, কোরবানি পশুর হাট ইজারা দেয়ার বিষয়ে এখনো জেলা প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। আগামী মঙ্গলবার অনুমতি পেলে ইজারার জন্য শিডিউল বিক্রি শুরু করা হবে। ইজারার আগে কেউ হাটের প্রস্তুতি নিলে এটা অবৈধ হিসেবে গণ্য হবে।

 


আরো সংবাদ



premium cement
‘দাবি আদায়ে হজ অ্যাজেন্সি মালিকদের ঐক্যবদ্ধ হতে হবে’ মোরেলগঞ্জ ১১টি হারভেস্টার মেশিন লাপাত্তায় দুদকের অভিযান রমজান শেষ হওয়ার আগে আমদানি শুল্কে পরিবর্তন আনবে না সরকার ফেলানী হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের বিচারের দাবি খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল ফেনীতে মোমবাতির আগুনে পুড়ল ১৮ ঘর কেন কিছু মানুষ ভূমিকম্প টের পায় না সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’

সকল