ভাঙ্গা উপজেলা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান, ফের ভোট গ্রহণের দাবি
- ফরিদপুর প্রতিনিধি
- ০২ জুন ২০২৪, ০১:২২
সদ্য সমাপ্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মো: মোখলেছুর রহমান সুমন।
গত ২৯ মে অনুষ্ঠিত ওই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে শুক্রবার (৩১ মে) রাতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ ব্যাপারে তিনি এরই মধ্যে নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান সুমন বলেন, প্রকাশ্যে সিল মেরে ব্যাপক জালভোট, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রতিটি কেন্দ্রেই অনিয়ম করা হয়েছে। এর মধ্যে ১৭টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের কেন্দ্র আসতে দেয়া হয়নি। গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এর মধ্যে আরিফ মাতুব্বর নামে এক কর্মী মুমূর্ষু অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা