তামাক ক্যান্সার ও জটিল রোগ সৃষ্টি ছাড়াও মানুষের আয়ু কমাচ্ছে
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ জুন ২০২৪, ০১:২২
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেছেন, ধূমপান বা তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তামাকের কারণে মানুষ একদিকে ক্যান্সারসহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে আয়ুস্কাল। এর পরও মানুষ সচেতন হয় না। ধূমপায়ীদের কারণে অধূমপায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জাতিকে সুস্থ-সবল রাখতে হলে অবশ্যই তামাক বর্জন করতে হবে। তামাক ও তামাকজাতীয় দ্রব্য থেকে বিরত থাকতে শুধু শিক্ষার্থী নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্মসহ সবাইকে তামাকের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা ধূমপান বর্জন করব ও অন্যকে বর্জন করতে উৎসাহিত করব।
গতকাল শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা