১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা

-

ফ্রেঞ্চ ওপেনে জয় অব্যাহত রেখেছেন আরিনা সাবালেঙ্কা। তৃতীয় রাউন্ডে গতকাল তিনি স্পেনের পলা বাদোসারকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। বেলারুশিয়ান এই টেনিস তারকা ৭-৫ ও ৬-১-এ সরাসরি সেটে হারিয়েছেন তার সেরা বন্ধু বাদোসারকে। বেলজিয়াম তারকা এলিস মার্টেনসকে হারিয়ে মহিলা সিঙ্গেলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনা। চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন পোলিশ তারকা ইগা সুয়েটেক, ফ্রান্সের ভারভারা গ্রাচেভা, তিউনেশিয়ার ওন্স জাবেউর।
পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন গ্রিসের স্টেফানোস সিটসিপাস, ইতালির জেনিক সিনারের প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডে ওঠা ফ্রান্সের কোরেন্টিন মাউটেট। স্পেনের কার্লোস আলকারাজ চতুর্থ রাউন্ডে লড়বেন কানাডার ফেলিক্স আগার আলিয়াসিমে।


আরো সংবাদ



premium cement