০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শেষ প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

-

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে গতকাল শেষ প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। প্রস্তুতিমূলক ম্যাচ হলেও টি-২০ বিশ্বকাপের আগে দুই দলের সামনে ছিল যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নেয়ার শেষ লড়াই। শুরুতে শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও রোহিত, ঋষভ পান্ত, সূর্যকুমার ও পান্ডিয়ার ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮২ করে ভারত। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থামে বাংলাদেশ। ফলে ৬১ রানের বড় জয়ে প্রস্তুতি সারল ভারত।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে নিজের খাতা না খুলেই বিদায় নেন সৌম্য সরকার। ৭ রানে এরপর বিদায় লিটন দাস (৬)। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফেরেন ০ রানে। ৩.৫ ওভারে ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর ভালো শুরু করেও ১৩ রানে আউট হন তৌহিদ হৃদয়। তানজিদ হাসান ফেরেন ১৭ রানে। দলীয় ১১৬ রানে ব্যক্তিগত ৩৪ বলে ২৮ রানে ফেরেন সাকিব। মাহমুদুল্লাহ ৪০ রানে স্বেচ্ছায় অবসর নেন। রিশাদ ফেরেন ৫ রানে। মেহেদী ৩ ও তানজিম সাকিব ১ রানে অপরাজিত থাকেন।
বিশ্বকাপের মূল ভেনু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এর আগে টস জিতে ভারত ব্যাটিংয়ে নামলে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে দলীয় ১১ রানে প্রথমে ফেরেন সাঞ্জু স্যামসন (১)। এরপর রোহিত ২৩, ঋষভ ৫৩ সূর্যকুমার ৩১ ও শেষটায় হার্ডিক পান্ডিয়া অপরাজিত ৪০ রান করলে ৫ উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায় ভারত। শরিফুল, মাহমুদুল্লাহ, মেহেদী ও তানভীর নেন ১টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement