১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাচার হওয়া অর্থ উদ্ধারে বাজেটে কর সুবিধা দেয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

-

টাকা পাচারকারিদের জন্য সুসংবাদ! পাচার হওয়া অর্থ উদ্ধারে আসন্ন বাজেটে কর সুবিধা দেয়া হবেÑ বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
তিনি বলেন, কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা ট্যাক্স দেন, তাহলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে পারবেন। তবে কী ধরনের কর সুবিধা দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি অর্থপ্রতিমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এবার করের পরিমাণ বাড়ছে কি নাÑ জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এটা তো জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে জানতে হবে। রাজস্ব আহরণের বিষয়টি তাদের এখতিয়ার। তবে এটিতে গতবারের মতো এবারো কিছুটা ছাড়ের ব্যবস্থা থাকতে পারে। তবে রেটটা আমি এখন বলতে পারছি না।


আরো সংবাদ



premium cement