০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : খন্দকার লুৎফর রহমান

-

বাংলাদেশে হারানো গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর শাখার উদ্যোগে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এর আগে সকালে জাগপার পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ জিয়াউর রহমানের মতো রাষ্ট্রপ্রধান থাকলে মিয়ানমার আমাদেরকে রক্তচক্ষু প্রদর্শনের সাহস পেত না, সীমান্তে ভারতের বিএসএফ পাখির মতো নিরপরাধ বাংলাদেশীদের গুলি করে মারার সাহস পেত না।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর শাখার সভাপতি মো: হোসেন মোবারকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, আমিনুল ইসলাম বকুল, জাগপা মজদুর পার্টির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্যসচিব অলক চৌধুরী, জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবুল হোসেন, মহানগর জাগপার সাধারণ সম্পাদক এম এ শাহিন, জাগপা নেতা জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

সকল