সেতু দেবে যাওয়ায় রুমা ও থানচি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ
- বাসস
- ২৯ মে ২০২৪, ০১:৩৭
ভারী বৃিষ্টর কারণে সেতু দেবে গিয়ে বন্ধ হয়ে গেছে বান্দরবান জেলা সদরের সাথে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ। মঙ্গলবার সকাল থেকে জেলা সদর থেকে যাত্রীবাহী বাসসহ কোনো ভারী যানবাহন ওই দুই উপজেলার উদ্দেশে ছেড়ে যায়নি।
স্থানীয়রা জানান, বান্দরবানের মিলনছড়ি পুলিশ ক্যাম্পসংলগ্ন পাঁচ কিলো স্থানে বেইলি ব্রিজের গাইড ওয়াল ভেঙে যাওয়ায় ব্রিজটি দেবে যায়। এতে ওই সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোসলেহ উদ্দিন জানিয়েছেন, সোমবার রাতে ভারী বৃষ্টিতে সেতুটির এক পাশ দেবে গেছে। পুরনো এই বেইলি সেতু মেরামতের কাজ শেষ করতে অন্তত পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা