রাজধানীতে ভেঙে পড়েছে ১৭৮টি গাছ
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মে ২০২৪, ০০:০৫
ঘূর্ণিঝড় রেমালের কারণে রাজধানীতে ১৭৮টি গাছ ভেঙে পড়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৪টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮৪টি গাছ উপড়ে পড়ে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণ সিটি এলাকার ৯৪টি বড় গাছ পড়ে গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে অধিকাংশ গাছ কেটে সরানো হয়েছে। বাকি কিছু গাছ সরানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া পড়ে যাওয়া একটি গাছ অপসারণ করার কার্যক্রম চলমান।
ডিএনসিসি জানিয়েছে, সোমবার রাতে ডিএনসিসি এলাকায় সড়কে উপড়ে পড়া মোট ৮৪টিসহ মোট প্রায় ২০০টি গাছ সরানো হয়েছে। ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরের মাধ্যমে যেসব এলাকা থেকে জলাবদ্ধতা কিংবা গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে, সেখানেই দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। হটলাইনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮১ জন নাগরিক ফোন করে গাছ ভেঙে পড়া ও পানি জমে থাকার তথ্য জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে কুইক রেসপন্স টিম পৌঁছে ভাঙা গাছ ও পানি অপসারণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা