মিয়ানমারে নারী রাজনৈতিক বন্দীরা যৌন নির্যাতনের শিকার
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ মে ২০২৪, ০০:০০
চলতি মে মাসে মিয়ানমারের মন রাজ্যের কিয়াইকমায়াও কারাগারে রাজনৈতিক বন্দীরা পুরুষ কারারক্ষীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। গত ১৮ মে ২৪ ও ৫০ বছর বয়সী দুই নারী বন্দীর ওপর ‘নির্যাতন চালিয়ে’ রক্ষীরা সেনা ও পুলিশ কর্মকর্তাদের সামনে নগ্ন তল্লাশি চালায়। এ সময় তাদের ওপর আঘাতও করা হয়। মিয়ানমার পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক (পিপিএন) ইরাবতিকে এ তথ্য জানিয়েছে। ইরাবতি।
কারাগার সূত্র ইরাবতিকে জানিয়েছে, কিছু রাজনৈতিক বন্দী তল্লাশিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে তাদের গলা চেপে নির্যাতন করা হয়। কিয়াইকমায়াও কারাগারে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিয়াইকমায়াওতে ৪০০ জনের বেশি নারীবন্দী রয়েছেন, যাদের অর্ধেকই রাজনৈতিক বন্দী। ৫০ বছর বয়সী ওই নারীর শারীরিক অবস্থা ভালো নয়। নির্যাতনের পর দু’জন লোক তাকে হাঁটতে সাহায্য করেন। তাকে তিনবার অভ্যন্তরীণভাবে ‘তল্লাশি’ করা হয়।
মিয়ানমার পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্কের কো থাইক তুন ওও বলেন, কারারক্ষীদের উচিত ছিল নারীদের শালীনতা ও মর্যাদা লঙ্ঘন না করে বডি স্ক্যানার বা এক্স-রে ব্যবহার করা। প্রকাশ্যে নারীদের দেহে তল্লাশি চালানো অগ্রহণযোগ্য। এটা যৌন সহিংসতা এবং অপমানজনক। যদি তারা অনুসন্ধান করতে চায় তবে তারা যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। সূত্র ইরাবতিকে আরো জানায়, কিয়াইকমায়াও কারাগারের খাবার খাওয়ার যোগ্য নয়। এতে আবর্জনা ও কাঠের টুকরো থাকে। যদিও অভিযোগের পর সম্প্রতি কিছু খাবারের মান উন্নতি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা