রংপুরে হিমাগার ভাড়া না কমালে আলু বের না করার হুমকি ব্যবসায়ীদের
- রংপুর অফিস
- ২৭ মে ২০২৪, ০১:০৯
রংপুর বিভাগের হিমাগার পর্যায়ে আলুর বর্ধিত সংরক্ষণ মূল্য প্রত্যাহার করা না হলে হিমাগার থেকে আলু বের না করার হুমকি দিয়েছেন আলু চাষি ও ব্যবসায়ী সমিতি।
গতকাল দুপুরে ডিসি অফিস ক্যাম্পাসের বটতলায় গণঅনশন কর্মসূচি থেকে এই হুমকি দেন চাষি ও ব্যবসায়ীরা। ২ ঘণ্টাব্যাপী এই অনশনে পাঁচ শতাধিক আলু চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেন।
এ সময় আলুচাষি ও ব্যবসায়ী সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ বরেন, মুন্সীগঞ্জে বস্তাপ্রতি ভাড়া ১৮০ থেকে ২০০ টাকা এবং রাজশাহীতে ২২০ থেকে ২৬০ টাকা হলেও স্থানীয় বাবু চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠা শক্তিশালী সিন্ডিকেট রংপুর বিভাগের হিমাগারগুলোতে ভাড়া বাড়িতে ৩৮৫ থেকে ৪২০ টাকা পর্যন্ত করেছে। সারাদেশে বিদ্যুতের দাম একই থাকলেও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের হিমাগার মালিকরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আলু রাখার সময় তারা মূল্য নির্ধারণ না করে আলু বের করার সময় বেশি মূল্য চাপিয়ে দিয়ে চাষি ও ব্যবসায়ীদের জিম্মি করেছে হিমাগার মালিকরা। একই দাবিতে এর আগে সংবাদ সম্মেলন ও মানববন্ধনও করেছি আমরা। দাবি আদায় না হলে প্রয়োজনে হিমাগার থেকে আলু বের না করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান তারা।
এ বিষয়ে রংপুরের ডিসি মোহা: মোবাশ্বের হাসান জানান, রংপুরে হিমাগারের ভাড়া বেশির বিষয়টি আমাদের নলেজে আছে। বিষয়টি চলতি মাসের ৫ মে আমরা চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। চাষি ও ব্যবসায়ীদের দাবির বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার আমরা হিমাগার মালিকদের সাথে বসব। সেখানে বিষয়টি নিয়ে সমন্বয় করার চেষ্টা করা হবে। তিনি বলেন, কোনো কারণেই যেন আলুর দাম না বাড়ে সে বিষয়ে সরকার শক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা