১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজশাহীতে ভোক্তার ডিজি

মসলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই

-

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জরুরি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খুলতে কোনো সমস্যা নেই আগামী কোরবানি ঈদের মসলা তিন মাস আগেই আমদানি করা হয়ে গেছে। তাই ডলার সঙ্কটের কথা বলে এলসি খুলতে না পারার অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।
গতকাল শনিবার (২৫ মে) দুপুরে রাজশাহী নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট আইন ও নীতিবিষয়ক সচেতনতামূলক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ভোক্তার ডিজি বলেন, আর কিছু দিন পরই কোরবানির ঈদ। মসলার বাজারটা অস্থির। এলাচের দাম অত্যধিক বাড়ছে। এলাচ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসে। অলরেডি সেগুলো চলে এসেছে। কোরবানির মসলা কিন্তু আরো তিন মাস আগে এসেছে। সেটি পুরনো ডলারে মজুদ আছে। এ জন্য খাতুনগঞ্জ এবং ঢাকায় যে বাজার আছে, সেখানে আমরা কঠোর মনিটরিং করছি।
তিনি বলেন, আমাদের ডলারের কিছুটা সমস্যা আছে, কিন্তু জরুরি পণ্যের ক্ষেত্রে এলসির কোনো সমস্যা নেই। সে ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আমাদের জরুরি পণ্যের জন্য ডলার আছে। এটা কিন্তু অজুহাত যে এলসি পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, আমরা মনিটরিং জোরদার করেছি। পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে। দাম বেড়ে যাওয়ার ভয়ে আমরা একসাথে অনেক পণ্য কিনতে যাই। তাতে করে বাজারের সাপ্লাই চেনের ডিস্টার্ব হয় এবং অসাধু ব্যবসায়ীরা ওই সুযোগটাই নেয়।


আরো সংবাদ



premium cement