১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের আগে বেতনভাতাসহ ৬ দাবি ডিইউজের

-

ঈদুল আজহার আগে বন্ধ গণমাধ্যম খুলে দেয়া দৈনিক দিনকালসহ সব গণমাধ্যমের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিবর্তনমূলক কালো আইন বাতিল, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার দাবি করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
গতকাল ডিইউজের কার্যনির্বাহী কমিটির সভা থেকে সাংবাদিক নেতারা এ দাবি জানান। ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন ঈদুল আজহার আগেই সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ বোনাস পরিশোধ করতে হবে। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিবর্তনমূলক কালো আইন বাতিল, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যা নির্যাতনের বিচারের দাবি জানানো হয়। অবিলম্বে এসব দাবি আদায় না হলে কর্মসূচি দিয়ে দাবি আদায়ে বাধ্য করা হবে। ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারাসহ বিভিন্ন ইউনিটের চিফ ও ডেপুটি ইউনিট চিফরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement